Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যত পরিকল্পনা

১৷  মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪  জেলা) বাস্তবায়ন :  ঝালকাঠী নিরক্ষর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাক্ষর ও কর্মক্ষম করে গড়ে তোলার জন্য সাক্ষরতা প্রকল্প (৬৪  জেলা) বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে।

২৷  কমিউনিটি লার্নিং সেন্টার (সিলসি) চালু :  ঝালকাঠী জেলার সকল ইউনিয়নে ১.৫ বিঘা জমির উপর নির্মিত ভবনে নিরক্ষর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাক্ষর ও কর্মক্ষম করে গড়ে তোলার জন্য কমিউনিটি লার্নিং সেন্টার (সিলসি) চালু করা হবে।

৩৷  সেকেন্ড চান্স এডুকেশন প্রকল্প বাস্তবায়ন :  ঝালকাঠী জেলায়  সেকেন্ড চান্স এডুকেশন প্রকল্প বাস্তবায়িত হবে।

৪৷  জেলা পর্যায়ে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন :  ঝালকাঠী জেলায় ৩.৫ একর জায়গার উপর জীবনব্যাপী শিক্ষার প্রশিক্ষণ  কেন্দ্র স্থাপিত হবে।